Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

ঢাকা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দৈনিক...
Homeজীবন ধারাঅবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

বরিশাল প্রতিনিধি :

আজ ২৬ অক্টোবর, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও মহান বাঙালি নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন। ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছিলেন একাধারে বিশিষ্ট আইনজীবী, সমাজসংস্কারক ও তৎকালীন উপমহাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে কৃষক-প্রজা পার্টি নেতৃত্ব দেন ফজলুল হক। ওই নির্বাচনে তার দল তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পরে বঙ্গীয় মুসলিম লীগ ও নির্দলীয় সদস্যদের নিয়ে জোট সরকার গঠন করেন তিনি এবং হন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।

১৯৪০ সালের ২২-২৪ মার্চ লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের ঐতিহাসিক অধিবেশনে লাহোর প্রস্তাব (পরবর্তীতে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত) উপস্থাপন করে ইতিহাস সৃষ্টি করেন শেরেবাংলা। তার প্রস্তাবের মধ্য দিয়েই পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তান গঠনের ভিত্তি স্থাপিত হয়। ওই অধিবেশনে তার অনন্য বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাকে উপাধি দেন ‘শের-ই-বাংলা’ (বাংলার বাঘ)।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ, কলকাতার ইসলামিয়া কলেজ ও লেডি ব্রেবোর্ন কলেজ। নিজের গ্রাম সাতুরিয়াতেও তিনি প্রতিষ্ঠা করেন কলেজ, মাদ্রাসা ও হাইস্কুল।

জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ এই নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুর পরও তিনি স্মরণীয় হয়ে আছেন কৃষক-শ্রমিক-জনগণের স্বার্থরক্ষায় আপসহীন এক মহান নেতা হিসেবে।

বাংলার গর্ব শেরেবাংলা এ কে ফজলুল হক — আজও অনুপ্রেরণার প্রতীক।

এই বাংলা/এমএস

টপিক