25 C
Dhaka
Thursday, October 2, 2025

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন যারা

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

দলীয় মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে রোববার (১৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে ঢাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী । ফরম সংগ্রহ করার সময় তার সঙ্গে ছিলেন বাঁশখালী উপজেলা  যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নূর চৌধুরী প্রিয়াতা,  দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মোস্তাফিজুর রহমান চৌধুরী ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে  “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয়ী হন তিনি। তার দুই মেয়াদে ব্যাপক উন্নয়ন কার্যক্রমে পরিবর্তন এসেছে দক্ষিণ চট্টগ্রামের অবহেলিত এলাকা বাঁশখালী উপজেলায় ।

রোববার (১৯ নভেম্বর) ৭১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এরমধ্যে তিনজন নেতা দুটি করে আসনে ফরম সংগ্রহ করেছেন।

এনিয়ে গত দুইদিনে চট্টগ্রামের ১৩৩ জন বিভিন্ন আসনের ১৪৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম নিলেন যারা:

চট্টগ্রাম-১ (মীরসরাই): বেলায়েত হোসেন ও গিয়াস উদ্দিন; চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): আফতাব উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): জাফরউল্ল্যাহ টিটু, মানিক মিয়া তালুকদার, বেলায়েত হোসেন, মহিউদ্দিন আহমেদ ও জামাল উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): এস এম আল মামুন, দিদারুল আলম, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী ও রত্নেন্দু ভট্টাচার্য; চট্টগ্রাম-৫ (হাটহাজারী): আবদুস সালাম, মোহাম্মদ মঈনউদ্দিন ও মোহাম্মদ ইউনূস; চট্টগ্রাম-৬ (রাউজান): মুসলিম উদ্দিন চৌধুরী, ইমরানুল কবির, আবুল কালাম ও দেবাশীষ পালিত; চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালীর একাংশ): ড. হাছান মাহমুদ; চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামি): মোবারক আলী, বেলাল হোসেন, সেলিনা খান বাদল, আবদুস ছালাম, এস এম কফিল উদ্দিন, দিদারুল আলম, কাজী শারমিন সুমি ও এস এম নুরুল ইসলাম; চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া): মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুজিবুর রহমান, দিদারুল আলম ও শহীদুল আলম; চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর): কেবিএম শাহজাহান, খোরশেদ আলম সুজন, মো. ইউনূস, সৈয়দ মাহমুদুল হক ও দেলোয়ার হোসেন ভূঁইয়া; চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা): খোরশেদ আলম সুজন, নজরুল ইসলাম বাহাদুর, এম আব্দুল লতিফ, দেবাশীষ পাল দেবু, রেখা আলম চৌধুরী, জাবেদ ইকবাল ও সওগাতুল আনোয়ার খান; চট্টগ্রাম-১২ (পটিয়া): চেমন আরা বেগম, সত্যজিৎ দাশ রুপু, হারুনুর রশীদ ও জুলকারনাইন চৌধুরী; চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): শাহজাদা মহিউদ্দিন, ও সমীরণ নাথ; চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): কায়কোবাদ ওসমানি, আব্দুল কৈয়ূম চৌধুরী, আব্দুল জব্বার চৌধুরী ও জাহেদুল ইসলাম; চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): আব্দুল মোতালেব, সাজেদা সুরাত, মইনুল ইসলাম মামুন, কামরুন্নাহার, আমানউল্লাহ জাহাঙ্গীর, মাঈনউদ্দিন হাসান চৌধুরী, ডা. আ ম ম মিনহাজুর রহমান ও এরশাদুল হক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): আবদুল্লাহ কবির লিটন, জমির উদ্দিন সিকদার, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান ও আবু নছর মো. সরওয়ার আলম।

আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি তথ্য অনুযায়ী  দ্বিতীয় দিনে চট্টগ্রামের ১৬টি আসনের ৭১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে তিনজন নেতা দুটি করে আসনে ফরম সংগ্রহ করেছেন।

- Advertisement -spot_img

সবশেষ খবর