25 C
Dhaka
Thursday, October 2, 2025

মুজিব চেয়ারম্যানই ভরসা দক্ষিণ জেলা বিএনপির

আরও পড়ুন

সাতকানিয়া প্রতিনিধি ::

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হলেও সাতকানিয়া -লোহাগাড়া বিএনপির কমিটিতে স্থান হয় নি মুজিবুর রহমান চেয়ারম্যানের। কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছিলো সাতকানিয়া লোহাগাড়ার বিক্ষুব্ধ  বিএনপি নেতা কর্মীরা। অনৈতিকভাবে ও অযোগ্য লোক দিয়ে  ঘোষিত সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছিলো  পদবঞ্চিত সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দল।  

উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, সরকার পতনের দাবিতে চলমান কর্মসূচি পালনে ব্যর্থতার বার্তা পৌঁছে গেছে দলের নীতিনির্ধারকদের কাছে। হরতাল -অবরোধে দক্ষিণ জেলা বিএনপির অধিকাংশ নেতাই বর্তমানে গ্রেফতার এড়াতে  আত্নগোপন রয়েছেন। উপজেলা বিএনপি’র কমিটির স্থান না পেলেও বিএনপির চলমান অবরোধে  সেই মুজিবুর রহমান চেয়ারম্যানই দক্ষিণ জেলা  বিএনপির ভরসা।

খোঁজ নিয়ে জানা যায়,  অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে সাতকানিয়া রাস্তার মাথা, সাতকানিয়া,  আমিরাবাদে বেশ কয়েকটি মিছিল বের করে ছাত্রদল-যুবদল-স্বেচ্চাসেবকদের নেতাকর্মীরা। সাতকানিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা মাঠে না থাকলেও দলের ত্যাগী নেতাকর্মীদের সংগঠিত করেছেন মুজিব চেয়ারম্যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা বলেন, ‘ অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে যেসব নেতারা আত্নগোপন চলে গেছে ; তাদেরকে দলের তৃনমূলই প্রত্যাখ্যান করবে। দীর্ঘদিন অযোগ্য লোকদের পদপদবি দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে ; দলের মনোনয়ন দেয়া হয়েছে – একারণে কোন উপজেলা কমিটিই অবরোধ কর্মসূচি পালনে  সক্ষমতা দেখাতে পারে নি। মাঠের আন্দোলন সফল করার জন্য যে সাহস প্রয়োজন ; সেটির সংকট তৈরি করেছে দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটে পকেট কমিটি। ‘

এদিকে,  বিএনপির চলমান অবরোধ কর্মসূচিতে সক্রিয় থাকা মুজিবুর রহমান চেয়ারম্যানের সাতকানিয়ার বাড়িতে হামলা চালিয়েছে  দুর্বৃত্তরা। এসময় বাড়ির দাড়োয়ানকে মারধর করে দুর্বৃত্তরা।  মুজিবুর রহমানের বাড়িতে হামলার পর রবিবার (১৯ শে নভেম্বর)  দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক,  কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এক বিবৃতিতে এমন হামলার নিন্দা জানিয়েছে। 

রবিবার হরতালের সমর্থনে দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলায় মিছিল করেছে নেতাকর্মীরা। হরতাল চলাকালীন সময়ে  পটিয়া, চন্দনাইশে বিএনপির নিরবতা ভেঙেছে সাতকানিয়া -লোহাগাড়ায়। দিনভর সাতকানিয়া ও লোহাগাড়ায় ঝটিকা মিছিল করতে দেখা যায় নেতাকর্মীদের। 

প্রসঙ্গত, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে নানা কারণে স্থবিরতা নেমে আসে। সাংগঠনিক তৎফরতায় গতি আনতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে সংযুক্ত করা হয় বিএনপি নেতা এনামুল হককে। দক্ষিণ জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান না পেয়ে দলের বড় একটি অংশই নিস্ক্রিয় হয়ে পড়ে। 

এইবাংলা/ তুহিন 

- Advertisement -spot_img

সবশেষ খবর