25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

ঢাবি ভিসির বাসভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির বাসভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।

ঢাবি প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশকে খবর দেয়া হয়েছে।এর আগে, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাবির টিএসসি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

- Advertisement -spot_img

সবশেষ খবর