নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের চান্দগাঁও বোয়ালখালী আসনে স্বামী – স্ত্রী দুই আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশী। দুজনই একইদিন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
এই দুই নেতা হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এমরান ও সুচিন্তা চট্টগ্রামের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চোধুরী। এডভোকেট জিনাত সোহানা চোধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার। বেসরকারি কারা পরিদর্শক হিসেবে কয়েক মেয়াদে সুনামের সাথে কাজ করেছেন তিনি। করোনাকালে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ জিনাত সোহানা চোধুরী মানবিক কার্যক্রম প্রশংসিত হয় সব মহলে। অন্যদিকে জিনাত সোহানার স্বামী এমরানের যুক্তরাষ্ট্রের রাজনীতিকে দুর্দিনের নেতা হিসেবে পরিচিতি রয়েছে। আশির দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামীলীগের শক্তিশালী ভিত গড়ে তুলেছেন এমরান।
আওয়ামী লীগের হয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৭৪ জন। তাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন এই দম্পতি।
জানতে চাইলে এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, আমরা স্বামী -স্ত্রী দুজনই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী। সাংগঠনিক কাজের পাশাপাশি আমি দীর্ঘদিন বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জঙ্গিবাদ, মাদকবিরোধী প্রচারণা চালিয়ে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করেছি। আমি স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত।আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছি। মনোনয়ন পেলে তরুণদের কর্মসংস্থান ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। ‘
মোহাম্মদ এমরান রাজনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুবৃহৎ কমিউনিটি সংগঠন ‘ফ্লোরিডা বাংলাদেশ এসোসিয়েশনের’ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে।
শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি।দলীয় প্রধানের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
প্রথম দিনে মোট এক হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। তিনি জানান, এর মধ্যে সরাসরি ফরম সংগ্রহ করেন এক হাজার ৬০ জন, বাকি ১৪ জন অনলাইনে।