24.3 C
Dhaka
Friday, October 3, 2025

জুজুর ভয় পায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

মার্কিন নিষেধাজ্ঞার ভয় প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা স্যাংশনের (নিষেধাজ্ঞা) আশঙ্কায় কান দিই না। ওসব জুজুর ভয় সরকার পায় না। আমাদের আত্মবিশ্বাস আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা কে কী দাবি করলে তা ইরিলেভেন্ট। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেওয়া হবে।

আবদুল মোমেন বলেন, আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন সংবিধান অনুযায়ী। আমরা নির্বাচন করব, দূতাবাস সেকেন্ডারি। কেউ নষ্ট করার চেষ্টা করলে হতে দেব না। যারা বাধা দেবে তাদের শাস্তি দেব।

পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মতো আরও কিছু দেশ তাদের ফায়দা লুটতে চায়।

এইবাংলা / তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর