ময়মনসিংহ প্রতিনিধি :::
আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলের সামনে অস্ত্রসহ যুবকের ছবি আতন্ক ছড়িয়েছে ময়মনসিংহের নান্দাইলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই যুবকের নাম কামরুজ্জামান বলে জানা গেছে।
একটি জাতীয় দৈনিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে নিয়ে ‘নেতিবাচক’ সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত মিছিলে অস্ত্র নিয়ে অংশ নেন কামরুজ্জামান নামের এই যুবক।
জানা যায়, ৩১ শে অক্টোবর একটি জাতীয় দৈনিকে সাবেক সংসদ সদস্য আবদুস সালামকে নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করা হয়েছিলো। বিএনপির নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ কর্মসূচিটি মুলত শহরে ভীতি ছড়ানোর কৌশল ছিলো, বলে জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মিছিলে অংশ নেয়া কিছু কর্মীকে সাংবাদিকদের বিরুদ্ধে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।
জানা যায়, উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা প্রথমে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে জড়ো হন। পরে বেলা ১টার দিকে কলেজ থেকে মিছিল করে নান্দাইল পুরান বাজার বাসস্ট্যান্ড সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেন। আওয়ামী লীগের নারী কর্মীদের মিছিলের নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপা। এ সময় তার পাশে জিন্সের প্যান্ট ও কেডস পরা এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, অস্ত্রধারী ওই ব্যক্তি দেহরক্ষী। তার নাম মো. কামরুজ্জামান।
১৯৯৬ ও ২০০৮ সালে নান্দাইল আসন থেকে ‘নৌকা’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। ঋণখেলাপির দায়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন হারান। সেবার সংসদ সদস্য হন আনোয়ারুল আবেদীন খান তুহিন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের প্রার্থী হিসেবে আনোয়ারুল আবেদীন খান মনোনয়ন পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম। তবে শেষমেশ জমা দেয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
এইবাংলা/ তুহিন