নাদিরা শিমু, চট্টগ্রাম :::
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে চট্টগ্রামে গণপরিবহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লার যানবাহন চট্টগ্রাম থেকে ছেড়ে যায় নি।
স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম হলেও বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও শিল্প কারখানার শ্রমিকবোজাই বাস সড়কে দেখা গেছে। চট্টগ্রাম শহরের নিউমার্কেট, আগ্রাবাদ মোড়, বহদ্দারহাট, জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট মোড়ে সকাল থেকে যানজট দেখা গেছে। রবিবার সকালে নগরের মুরাদপুর, অক্সিজেন মোড়, ওয়াসা মোড়, নতুন ব্রিজসহ নগরের বিভিন্ন স্থানে গণপরিবহনসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক দেখা যায় । তবে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে বেশি। নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।চকবাজার এলাকায় দুপুর দুইটা পর্যন্ত যানজট দেখা গেছে।
এদিকে, অবরোধের সমর্থনে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় মিছিল বের করেছে কোতোয়ালি থানা বিএনপি। এছাড়া অবরোধের সমর্থনে চট্টগ্রামের সীতাকুণ্ডে জটিকা মিছিল করেছে ইউনিয়ন যুবদল।
এছাড়া চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম বন্দরেও পণ্য উঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। বন্দর থেকে পণ্য বোঝাই ট্রাক, প্রাইমমুভার চলাচল করেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘ দূর-দুরান্ত থেকে ট্রাক, লরি কাভার্ডভ্যান চট্টগ্রাম বন্দরে ডুকেছে। একারণে বন্দরের অভ্যন্তরের সব কাজ স্বাভাবিক রয়েছে এবং কনটেইনার হ্যান্ডলিং হয়েছে উল্লেখ করার মতো। ‘
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যানবহন চলাচল করছে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে সারাদেশের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে অবরোধের প্রথম দিন সকালে। রবিবার বিকেলে ঢাকাসহ বিভিন্ন রুটে সিডিউল ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে রবিবার চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসে তেমন কোনো প্রভাব পড়েনি।
এইবাংলা /তুহিন