নিজস্ব প্রতিবেদক ::
উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পিকেটিং করার সময় ককটেলসহ টঙ্গী থানা যুবদলের সহ ভালো হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আওয়ামী লীগের নেতারা৷ রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, অবিষ্ফোরিত ককটেলসহ স্থানীয়রা একজনকে ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসান নামের ব্যক্তিকে আটক করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন তালুকদার বলেন, বিএনপির সন্ত্রাসী টঙ্গী থানা যুবদলের সহ-সভাপতি হাসানকে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ককটেলসহ হাসানকে ধরার সময় উপস্থিত ছিলেন যুবলীগনেতা এফএম নোমান,কচি বাবু,উজ্জল, পরশ,মামুন,কমল,সোহেলসহ বেশ কিছু নেতাকর্মী।