24.5 C
Dhaka
Friday, October 3, 2025

নাটোর আদালতে নির্দেশে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরে আদালতের নির্দেশে শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। আজ বেলা ১১ টা থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বলবেলঘড়িয়া বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এবং মাদ্রাসা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় পযন্ত প্রায় ২ কিলোমিটার ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে আদালত নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশনা সহ জেলা প্রশাসনের পর্যালোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ফুটপাত দখলমুক্ত করার এই অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জুবায়ের হাবিব,নাটোর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক বিভাগ) আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

নাটোরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক বিভাগ) আব্দুল মান্নান আকন্দ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা অনুযায়ী শহরের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে । এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img

সবশেষ খবর