24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের বক্তব্য প্রত্যাখ্যান করলো সরকার

আরও পড়ুন

কুটনৈতিক প্রতিবেদক :::

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ দেশে চলমান সহিংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে সরকার। বুধবার এ বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে যে বিবৃতি দিয়েছিলো, সরকার তা প্রত্যাখ্যান করেছে।

ওএইচসিএইচআর মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া ওই বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছে, যাদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় বলেছে, বিরোধী বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার সাংবাদিকদের বলেছেন, ওএইচসিএইচআর-এর বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। এতে আসল ঘটনার প্রতিফলন ঘটেনি। তাদের তথ্যে ঘাটতি আছে। আর এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর