নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর থেকে ইমু হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মাদক ও সাইবার অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলার পানসিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেপ্তারকৃতরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের ছেলে নওপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০) এবং মো. সোলেমানের ছেলে মো. নাজমুল আলী (২০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় মাদক ও ইমু হ্যাকিং চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাচ্চু মণ্ডলের বাড়ির সামনের এক আমবাগানে মাদক সেবন ও হ্যাকিং কার্যক্রম পরিচালনার সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ ও নগদের গোপন পিন নম্বর জালিয়াতি, ব্যাংক রিসিট প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও ইমু আইডি হ্যাক এবং মেয়েদের কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
এসময় তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২৩টি মোবাইল সিম কার্ড, ১৯টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের বিভিন্ন সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে। সাইবার সুরক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
