রাজশাহী প্রতিনিধি :
খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” — হাতে লাগলে হ্যান্ডবল,মাথায় লাগলে হেড বল, এরই নাম ফুটবল এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার বিকেল ২টায় ৩০ মিনিটে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ফয়সাল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এই উপজেলা। গোদাগাড়ী হবে খেলাধুলার সূতিকাগার। আমরা চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাস্টার, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনারুল হক চৌধুরী, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, গোদাগাড়ী পৌরসভার সচিব সারওয়ার জাহান মুকুলসহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ ও চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ ফুটবল দল।
উদ্বোধনী খেলায় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ দল ১–০ গোলে চর আষাড়িয়াদহ দলকে পরাজিত করে।
এই বাংলা/এমএস
টপিক
