25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

কর্ণফুলী টানেল প্রস্তুত উদ্বোধনের জন্য

আরও পড়ুন

কুতুব  উদ্দিন  হিরো:

আগামী ২৮ অক্টোবর  উদ্বোধন   যাচ্ছে দেশের প্রথম টানেল ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেল চট্টগ্রাম শহরকে সংযুক্ত  করবে আনোয়ার উপজেলার সাথে।  ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটি উদ্বোধনের পর আনোয়ারা কর্ণফুলী  প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। উদ্বোধনের পরদিনই টানেলের ভেতরে যান চলাচল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের  উপলক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় আয়োজিত  জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশাসনের তরফ থেকে  বলা হয়   টানেল নিয়ে মিথ্যা বা নেতিবাচক প্রচারণা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।টানেলের মধ্যে জনসাধারণের জন্য নির্দেশনা ব্যবস্থা থাকবে এবং সেখানে ৮টি রেডিও চ্যানেলে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনাগুলো চলতে থাকবে। টানেলের ভেতর যেই ফ্রিকুয়েন্সি থাকুক না কেন, গাড়ি যতক্ষণ টানেলে থাকবে ততক্ষণ স্বয়ংক্রিয়ভাবে এ দিক-নির্দেশনা চলবে।টানেলে কোন গাড়ি চলতে পারবে এবং কোনটি চলতে পারবে না সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। টোল হার নির্ধারণ হয়েছে।

দেশের প্রথম    টানেলের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে চীনের চায়না কমিউনিকেশনস, কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসিএল) লিমিটেড।

জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের কাজ ইতিমধ্যে শতভাগ শেষ হয়েছে । তবে বর্তমানে যান্ত্রিক ও বৈদ্যুতিক (ইলেকট্রো মেকানিক্যাল) কাজ চলছে। টানেল নির্মাণে ব্যয় হয়েছে  ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলা প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের কাজও শেষ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর