24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আরও পড়ুন

চট্টগ্রাম প্রতিনিধি ::

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। রবিবার সকাল থেকে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদের মোট প্রার্থী রয়েছেন ৪২। দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে। জয়ের ব্যাপারে আশাবাদী দুটি প্যানেলের প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায়  দুপুরে  বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এবার ভোটার রয়েছেন ৫ হাজার ১৯৭ জন। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ১ হাজার ৫০০ ভোট গ্রহণ হয়েছে। দুপুর পর্যন্ত আইনজীবীরা পেশাগত কাজে ব্যস্ত থাকেন। এরপর ভোটারের সংখ্যা বাড়তে পারে।

ভোটকে ঘিরে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবের আমেজ চলছে। সমিতির মিলনায়তনের সামনে অবস্থান করছেন প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টায় আছেন তারা ।

ভোট দিতে পেরে খুশি নতুন ভোটার জাহেদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। এই আনন্দ বলে বোঝানো যাবে না।

এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ২১টি পদের জন্য দুটি প্যানেল থেকে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও আইনজীবী ঐক্য পরিষদের বাইরে এবার অন্য কোনো প্যানেল কোনো প্রার্থী দেয়নি। এমনকি স্বতন্ত্র কোনো প্রার্থীও নেই এবার। সমিতির নির্বাচনে সম্পাদকীয় পদ রয়েছে ১০ টি এবং নির্বাহী সদস্য পদ রয়েছে ১১ টি।

সম্পাদকীয় পদে ২০ জন এবং নির্বাহী সদস্য পদে ২২ জন। সমন্বয় পরিষদে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনতোষ বড়ুয়া ও ঐক্য পরিষদের প্রার্থী মো. নাজিম উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সমন্বয়ের প্রার্থী এএসএম বজলুর রশিদ ও ঐক্যের প্রার্থী মুহাম্মদ হাসান আলী চৌধুরী। সহসাধারণ সম্পাদক পদে সমন্বয়ের মোহাম্মদ ইমরান ও ঐক্যের মোহাম্মদ কাশেম কামাল।

- Advertisement -spot_img

সবশেষ খবর