25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেলেন এমএ হাসেম রাজু

আরও পড়ুন

বিজ্ঞপ্তি :::
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. এ. হাশেম রাজুকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (আইএইচআরসি) এর প্রধান কার্যালয় স্যান্ডারবার্গ, ডেনমার্ক হতে আইএইচআরসি-এর মহাসচিব স্বাক্ষরিত এক পত্রে এম. এ. হাশেম রাজুকে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাজু দীর্ঘদিন যাবত পরিবেশ রক্ষা আন্দোলন ও স্বাধীন মত প্রকাশ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত কর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন। আবুল হাসেম রাজু চট্টগ্রামের কৃতি সন্তান, চন্দনাইশবাসী গর্ব।

প্রসঙ্গত, IHRC গ্রুপের সকল সদস্য এবং তাদের কার্যক্রমের পেশাদারিত্ব, নির্ভরযোগ্যতা, গুণমান, স্বাধীনতা এবং স্বচ্ছতার নিশ্চয়তা দেয়। প্রতিষ্ঠার পর থেকে আইএইচআরসি প্রধানত আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ এবং সামরিক অভিযান, আঞ্চলিক ও জাতীয় সংঘাত এবং মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে কাজ করেছে। তিন মহাদেশে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এইচআরআরসি। দাপ্তরিক এবং অনানুষ্ঠানিক কাজের প্ল্যাটফর্মগুলি সুরক্ষিত করার পাশাপাশি সংঘাতের সমাধান এবং মানবাধিকারের প্রয়োগ পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যবস্থা করে থাকে IHRC।

- Advertisement -spot_img

সবশেষ খবর