25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

সুদের পাওনা টাকার জন্য কৃষককে শিকলবন্দী : অভিযুক্ত আটক

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

নাটোরের গুরুদাসপুরে সুদের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী (৫৫) নামে এক কৃষককে শিকলবন্দী করার ঘটনায় অভিযুক্ত আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজিজকে আটক করা হয়।

ভুক্তভোগী কৃষক আসাদ আলী জানান, তিন বছর আগে নাটোরের গুরুদাসপুরের বাহাদুরপাড়া গ্রামের আব্দুল আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা নেন তিনি। এরপর দুই বছরে সুদ এবং মূল টাকাসহ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ছিল আরও ৫০ হাজার টাকা। এ বছরের শুরুতে সেটি দেয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই অভাবগ্রস্থ হয়ে পড়ায় তা পরিশোধ পারেননি তিনি। শনিবার সকালে আব্দুল আজিজ ও তার বাবা আফজাল হোসেনসহ কয়েকজন লোক তাকে সিরাজগঞ্জের ঈশ্বরপুর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যান। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে।

এ সময় টাকা পরিশোধ করতে না পারলে হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন আসাদ।

অভিযুক্ত আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হলে বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘অনেক দিন হলো পাওনা টাকা ফেরত চেয়েও সে (আসাদ আলী) টাকা দিতে পারেনি। তাই তাকে এনে শিকলবন্দী করে রাখা হয়েছে। যেন সে পালিয়ে যেতে না পারে।’

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে সেসময় কাউকে পাওয়া যায়নি। পরে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আজিজকে আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আসাদ আলীর স্ত্রী শাহানারা খাতুন বাদি হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা থানায় করেছেন।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর