25 C
Dhaka
Thursday, October 2, 2025

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত আল্লামা সাঈদী

আরও পড়ুন

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি :::

লক্ষ ভক্তকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।
আজ মঙ্গলবার দুপুরে জানাজা শেষে তার নিজ প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে দলীয় কর্মী সমর্থক সহ কয়েক লক্ষ ভক্তবৃন্দ আসতে থাকে। দুপুর ১২:০০ টায় সাঈদী ফাউন্ডেশনের মাঠ সহ নতুন বাস স্ট্যান্ডের আশেপাশের কয়েক কিলোমিটার লোকে পরিপূর্ণ হয়ে যায়। দুপুর সাড়ে বারোটায় সাঈদী ফাউন্ডেশনে এসে উপস্থিত হন জামায়াতের কেন্দ্রীয় নেতা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন জেলার জামায়াতের আমির ও অন্যান্য নেতৃবৃন্দ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর একটায় জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমিরের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়, পরে তাকে তার বড় ছেলে রফিক বিন সাঈদীর সমাধির পাশে সমাহিত করা হয়।

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার সাউথখালী গ্রামে মাওলানা মোঃ ইউসুফ সাহেবের ও মাতা গুল নাহার বেগমের ঔরষে জন্মগ্রহণ করেন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর চার ছেলে- মরহুম রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী।বাল্যকাল থেকেই তিনি ছিলেন ইসলাম মনা।
একাধিক বার তিনি পিরোজপুর ১ আসনের সংসদ‍্ সদস্য নির্বাচিত হন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে ১৯৬২ সালে ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান , রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নীতি ,মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্তের উপর দীর্ঘ ৫ বছর অধ্যায়ন করেন ।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর