আন্তর্জাতিক ডেস্ক :::
নিখোঁজের দুই দিন পর কলেজ পড়ুয়া প্রেমিকার (১৯) বাড়ির পেছনে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ। গতকাল সোমবার (১৪ আগস্ট) অমিত মণ্ডল (২১) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অমিতের স্ত্রী অভিযোগ করেছেন, তার স্বামীকে খুন করা হয়েছে। আর এই অভিযোগের তীর অমিতের প্রেমিকার দিকে। জানা গেছে, বিবাহিত হলেও ওই প্রতিবেশী তরুণীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল অমিতের।
অমিতের স্ত্রী মিঠু মণ্ডল বলেন, গত শনিবার রাতে অমিতের মোবাইলে একটি ফোন এসেছিল। এরপরেই তিনি তাড়াহুড়া করে বেরিয়ে যান। রাতেও ফেরেননি। পরদিন সারা রাত খোঁজার পর সোমবার সকাল ১০টার দিকে প্রেমিকার বাড়ির পেছনে একটি বাগানে অমিতের মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।
অভিযুক্ত তরুণী ও তার পরিবার শনিবার রাতে অমিতকে ফোন করে ডেকে নেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। তবে ঘটনাটি আত্মহত্যা না খুন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অমিতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।