24 C
Dhaka
Friday, October 3, 2025

নালায় পড়ে প্রাণ হারানো নিপার পরিবারের পাশে মেয়র

আরও পড়ুন

       :::নাদিরা শিমু:::

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলমগ্ন নালায় পড়ে প্রাণ হারানো নিপা পালিতের শোকগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার মেয়র নিহত নিপা পালিতের পরিবারের হাতে নগদ ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন, আশ্বাস দেন নিহতের পরিবারের একজন সদস্যকে চাকরি দেয়ার।

এসময় নিহতের পরিবার জানায়, নিহত নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। দূর্ভাগ্যজনকভাবে পথচলার সময়ে পানিভর্তি নালার পাশে হঠাৎ মাথা ঘুরে সে পড়ে যায় এবং অসুস্থতার কারণে নালা থেকে উঠতে না পেরে মারা যায়।

নিহতের পরিবারের সাথে সাক্ষাৎের পর উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, নিপার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেয়া সম্ভব না। সন্তান হারানোর মতো এত বড় বেদনা আর হতে পারে না। মহান সৃষ্টিকর্তা নিপার পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য দিক।

“নিহত নিপা পালিতের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অস্বচ্ছল হওয়ায় আমি তাকে আর্থিক অনুদান দিয়েছি। এছাড়া নিহতের বোন উপমা পালিত উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, ওর পড়াশোনা শেষ হলে চাকরি প্রদান করব।”

এসময় এলাকাবাসী ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে জানালে, মেয়র তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণের জন্য মৌখিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, আশরাফুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ এলাকাবাসী।

সোমবার সকাল ৯টার দিকে নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট এলাকায় হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিপা পালিত নালার পানিতে ডুবে মারা যান। ওই এলাকার উত্তম পালিতের মেয়ে তিনি।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর