24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বাবা-মায়ের অনুপ্রেরণায় বিসিএস ক্যাডার হলেন শুভ রায় সুমন

আরও পড়ুন

আহসান হাবীব লায়েক,জকিগঞ্জ সিলেট প্রতিনিধি::

শুভ রায় সুমন ৪১ তম বিসিএস (তথ্য) ক্যাডারে উত্তীর্ণ হন। সিলেট জেলার জকিগঞ্জ পৌর এলাকার গোপীরচক গ্রামে তার জন্ম। তার বাবা মৃত সুধাংশু কুমার রায় দলিল লেখক, মা অর্পণা রায় গৃহিনী। শুভ রায় সুমন ছোট বেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। তারা ৪ ভাই ও ২ বোন। ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

২০১০ সালে জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি, ২০১২ সালে সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অনার্স/মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি সিলেট জনতা ব্যাংক, ডিভিশনাল ব্রাঞ্চ-এ ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করে সদ্য প্রকাশিত ৪১তম বিসিএস (তথ্য) চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। চার ভাই ও দুই বোনের সবাই আজ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সম্প্রতি তার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ ভবিষ্যৎ স্বপ্ন ও সফলতার গল্প শুনিয়েছেন তিনি।

শুভ রায় সুমন বলেন-আমার বাবা ছিলেন দলিল লেখক। ছোট বেলা থেকেই তিনি আমাকে পড়াশোনায় উৎসাহিত করেছেন। আর আমার মা ছিলেন আমার পড়াশোনার নিত্যসঙ্গী। বড় স্বপ্ন ছিল ছোট থেকেই বিসিএস ক্যাডার হওয়ার। তবে অনেকেই আমার স্বপ্নে বিশ্বাস রাখেননি। বিশ্বাস রেখেছিলেন শুধু আমার বাবা-মা। তাদের অবিরত উৎসাহ ও প্রেরণাই আমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। আমার স্বপ্নই ছিল মানুষের কল্যাণে কাজ করা। এ ছাড়া দুর্নীতি ও বিভিন্ন অন্যায় কার্যক্রম প্রতিরোধ করাও ছিল আমার অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও যতদিন সিভিল সার্ভিসে থাকবো, মানুষের কল্যাণে কাজ করবো। আমি বিশ্বাস করি, সৎভাবে মানুষের জন্য কাজ করতে পারা জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার বাবা-মায়ের স্বপ্নও তাই।

এমন একটা সময় ছিল যখন কেরোসিনের বাতি ছিল একমাত্র ভরসা, ছিলোনা আজকের আধুনিক জীবনের সু্যোগ-সুবিধা। সুভ রায় সুমনের বাবা ছিলেন পেশায় একজন দলিল লেখক এবং মা হলেন একজন সাধারণ গৃহিণী। কিন্তু সন্তানের লেখা-পড়া ছিলো পিতা-মাতার গভীর অনুরাগ। যার ফলোশ্রুতিতে তিনি আজ বিসিএস ক্যাডার। তবে এই সুখ বা আনন্দগণ মুহুর্ত উপভোগ করার সুযোগ হলো না সুভ রায় সুমনের বাবার। ২০০৩ সালে সুভ রায় সুমনের বাবা সুধাংশু কুমার রায় পরলোক গমন করেন।

সুভ রায় সুমনের বিসিএস (তথ্য) ক্যাডারে উত্তীর্ণ হওয়ায় সিলেট বিভাগীয় আইনজীবি পরিষদের সভাপতি ও জকিগঞ্জের খবর-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোস্তাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল আহাদ সুভ রায় সুমনকে নিয়ে গর্ভ করে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার সু-স্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যত কামনা করেন।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর