25 C
Dhaka
Thursday, October 2, 2025

ভিপি নুরের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

গভীর রাতে বাসায়  পুলিশের হানা, পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পর এবার ডাকসুর ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নুরের বিরুদ্ধে পুলিশের সাথে অসদাচরণের অভিযোগ এনে হাতিরঝিল থানায়  মামলাটি দায়ের করেছে ডিবি পুলিশ।

আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় গণ অধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এই মামলা করা  হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে এ তথ্য জানান তিনি।

গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গণ অধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় বাসায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করেন।নুর ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ তার বাসার দুটি দরজা ভেঙে ঢুকে ইয়ামিনকে আটক করে।

এছাড়া গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের হাতে প্রহৃত হন নুর।মার খাওয়ার দিনই গোয়েন্দা পুলিশের দায়ের করা মামলার আসামি হয়েছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে নেওয়া হয়েছিল মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে।  বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুলকে দেখতে ওই হাসপাতালে গিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যে নুরুলকে ছাড়পত্র দিয়ে দেয় ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর নুরুল হক ধানমন্ডিতে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন।

এদিকে নুরুলকে নিয়ে আজ বিকেলে ডিবি কার্যালয়ের সামনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, ‘আমরা মনে করেছিলাম, নুর একজন মেধাবী ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। তাঁর উচিত ছিল পরিচয় দেওয়ার পরও পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করা। আমাদের পুলিশ সদস্যরা তাঁকে পরিচয় দিয়ে বলেছেন, আমরা থানা থেকে এসেছি। নুর তাঁদের চেনেনও, কারণ অনেক পুলিশ অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরও আপনারা দেখেছেন তিনি পুলিশকে ডাকাত পরিচয়, পুলিশ বস্তির লোক—এসব কথা বলেছেন। আরও নানা ধরনের মন্তব্য করেছেন।’

- Advertisement -spot_img

সবশেষ খবর