24.5 C
Dhaka
Friday, October 3, 2025

চন্দনাইশে বিরল প্রজাতির ‘চশমা পড়া’ হনুমান উদ্ধার

আরও পড়ুন

  1. চন্দনাইশ প্রতিনিধি :::

চট্টগ্রামের চন্দনাইশে মহাবিপন্ন ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান পাচারের দায়ে বাসের ড্রাইভার মো: জসীম উদ্দীন (৪০) নামের এক ব্যক্তিকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

বৃহস্পতিবার (৩রা আগস্ট) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার একদল পুলিশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে ( যার রেজি: নং-চট্ট-মেট্টো-ব-১১-১৫২৯) তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্স এর ভিতর থেকে ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার
পৌরসভার ৮নং ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে মো: জসীম উদ্দীন (৪০)। তিনি এস আলম পরিবহনের ওই বাসের ড্রাইভার ।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মহাবিপন্ন ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি চকরিয়া রুট দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যবহার করে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পরে সেখান থেকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সংবাদ পেয়ে এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার করে ওই পাচারকারীকে আটক করা হয়েছে৷ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে মো: জসীম উদ্দীন (৪০) চকরিয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। সেখান থেকে ঢাকায় তারপর কৌশল বিদেশে পাচারের জন্য নেওয়ার পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে পুলিশি তৎপরতার কারণে তারা এ রুটে সফল হতে পারছে না।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, পাচারকারীরা আর্থিক লাভের আশায় বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীগুলো বান্দরবান, চকরিয়া, চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যায়। সেখান থেকে সাতক্ষীরা রোডে বিদেশে পাচার করে থাকে। এভাবে বন্যপ্রাণী পাচার হতে থাকলে অদূর ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অনেক প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। আমরা এই বিষয়ে কঠোর নজরদারি করছি।

উপজলো সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমানসহ ওই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তিনি অপরাধ স্বীকার করে নেওয়ায় তাকে দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷

বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি চট্টগ্রাম চিড়িয়াখানায় কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। তারা বিরল প্রজাতির চশমা পরা হনুমানটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর