24.3 C
Dhaka
Friday, October 3, 2025

দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইইউকে হুশিয়ারি

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।

জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

এইবাংলা /হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর