25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশের নতুন সময় ঘোষণা জামাতের

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

রাজধানী ঢাকায় সমাবেশের অনুমতি না পেয়ে আগামী শুক্রবার (৪ আগস্ট) আবারও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির দেয় জামায়াত। কিন্তু সেখানে অনুমতি মেলেনি।তাই আবারও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

নূরুল ইসলাম বলেন, আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।তাই সংঘাত এড়াতে আজকের কর্মসূচি স্থগিত করে আগামী শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আমরা আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে।

সংবিধান ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে পুলিশকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, কোনো দল বিশেষ নয়, দেশ ও জনগণের পক্ষে কাজ করুন।

এইবাংলা /হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর