25 C
Dhaka
Thursday, October 2, 2025

চন্দনাইশে চাচার মামলায় জেলে থাকায় মৃত বাবার জানাজায় অংশ নেয়া হলো না

আরও পড়ুন

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি:::

চট্টগ্রামের চন্দনাইশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ সহোদরের মধ্যে মারামারিতে আহত ভাইয়ের মৃত্যু হয়  । অপর পক্ষের মামলায় নিহতের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। জেলে থাকার কারণে নিজের বাবার জানাজায় অংশ নিতে পারে নি মোহাম্মদ ইব্রাহিম। 

জানা যায়,  দোহাজারী পৌরসভা ৯ নং ওয়ার্ড সিকদার পাড়াস্থ মৃত মুন্সি মিয়ার ছেলে ছালে আহমদ ও তার আপন দুই মনির আহমদ ও বসির আহমদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।  এতে ৩ ভাই এবং এক ভাতিজা গুরুতরভাবে আহত হওয়ায় ৪ জনকে প্রথমে দোহাজারী হাসপাতালে,  পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  এ সময় আহত ছালে আহমদ ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  মারা যান।

এ ঘটনায় অপর পক্ষ চন্দনাইশ থানায় একটি মারামারির মামলায় দায়ের করলে পুলিশ  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত ছালে আহমদের ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।ফলে চাচার মামলায় আসামি হয়ে জেলে থাকার কারণে নিহত পিতার জানাযা অংশ নিতে পারেনি তার সন্তান ইব্রাহীম।

নিহত ছালে আহমদের বৃদ্ধা মা সফুরা খাতুন তার সন্তান হারানোর বেদনায় শোকের মাতম করছেন।  পারিবারিক মারামারির এমন পরিণতিতে  এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নিহত ছালে আহমদের পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

এইবাংলা/নাদিরা শিমু/NS

- Advertisement -spot_img

সবশেষ খবর