হাটহাজারী প্রতিনিধি :::
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আহনের পাড়া মৌলভি তৈয়বের বাড়িতে আগুণের ঘটনা ঘটেছে। এতে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুণে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৩০ জুলাই) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৬ টার দিকে আহনের পাড়া তৈয়ব মৌলভী বাড়ির মো. সোলাইমানের বাড়িতে আগুন লাগে। এসময় এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট এসে আগুন নেভাবে সক্ষম হন। এতে ৬ টি বাঁশের বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী আগুনে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে ৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন,আহনের পাড়া এলাকায় আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এইবাংলা/নাদিরা শিমু/NS