25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ঢাকার প্রবেশপথে বিএনপির কর্মসূচি, পুলিশের সাথে সংঘর্ষ

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

ঢাকার প্রবেশপথে বিএনপি কর্মসূচি পালনের ঘোষণা দেয় গতকালের সমাবেশ থেকে। আওয়ামী লীগের পক্ষ থেকেও রাজপথে অবস্থান নেবার ঘোষণা দেয়া হয়। পরে সেটি স্থগিত করে আওয়ামী লীগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপি কোন দলকেই অনুমতি দেয়া হয় নি। কিন্তু দুই দলের নেতাকর্মীরাই সকাল থেকে যাত্রাবাড়ী, আমিনবাজার, ধোলাইখাল এলাকায় অবস্থান নিয়েছে।

রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।অন্যদিকে নয়াবাজার মোড়ে সকাল থেকেই শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষ চলাকালে গাবতলী থেকে ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ধোলাইখাল থেকে গয়েস্বর চন্দ্র রায়কে গ্রেফতার করে পুলিশ।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।বেলা ১১টা ৫০ মিনিট: ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেকন্ত্রী গয়েশর চন্দ্র রায় আহত হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় আটক করে পুলিশ।

রাজধানীর গাবতলিতে বিএনপির অবস্থানকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। মহাসড়কের পাশে রাখা হয়েছে একাধিক জলকামান।

বিএনপির কয়েক শ নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বসে পড়লে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কয়েক শ সদস্য এসে উপস্থিত হন। একপর্যায়ে তারা বিএনপির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছুড়তে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আহত হন। এই সময়ে বিএনপির সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে।

এদিকে, উত্তরায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সাথে  সংঘর্ষ শুরু হয় সাড়ে বারোটার দিকে।পুলিশ পিছু হটতে শুরু করলে বিক্ষোভকারীরা সড়ক দখলে নেয়।

এছাড়া শনির আখড়া এলাকায়  হাসিনার পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার দাবিতে  ভিপি নুরুলহক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নেয়।

এইবাংলা /তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর