25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামে জামাত- পুলিশ সংঘর্ষ, ১২ জন আটক

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নগরীর চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের ১০/১২ জন নেতাকর্মীকে আটক করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি জসিম উদ্দিন জানান, ‘ জুম্মার নামাজ শেষে জামায়াত শিবির একটি মিছিল বের করলে জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশসহ কয়েকজন পথচারী আহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।চট্টগ্রামে জামায়াত শিবিরের ঝটিকা মিছিলে এ ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের হামলায় পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এইবাংলা/ হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর