25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

আরও পড়ুন

::: প্রিন্স আচার্য্য :::

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি-২০২৩) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (২৮ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থাকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এদিকে এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এ বছর এসএসসি ও সমমানে গড় পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

এসএসসিতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ২২, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

এসএসসি ও সমমানে পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
◾কুমিল্লা বোর্ডে পাস ৯১.২৮ শতাংশ
◾ঢাকা বোর্ডে পাসের হার ৯০.০৩ শতাংশ
◾চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭.৫৩ শতাংশ
◾দাখিলে পাসের হার ৮২.২২ শতাংশ
◾ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ
◾রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫.৮৮ শতাংশ
◾বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.৬১
◾দিনাজপুর বোর্ডে পাসের হার ৮১.১৪
◾যশোর বোর্ডে পাসের হার ৯৫.৩
◾সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৮২,
◾মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২.২২
◾কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৭ শতাংশ।

জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি-২০২৩) ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। অকৃতকার্য হয়েছে ৬০ হাজার ৩৮৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৫০। অন্যদিকে ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। অকৃতকার্য হয়েছে ৮৩ হাজার ৪৬৬ জন। পাসের হার ৯২ দশমিক ৬৯। এদিকে এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলেরা পেয়েছে ৭৯ হাজার ৭৬২ জন। মেয়েরা পেয়েছে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন।

এইবাংলা/ প্রিন্স আচার্য্য/ সিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর