25 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামের হালিশহর থেকে ডলার প্রতারক চক্রের চার সদস্য আটক

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে, সঙ্গীয় ফোর্সসহ গত ২৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন চৌধুরী পাড়া থেকে ০৪সদস্য কে আটক করেছে পুলিশ।

ধৃত ৪ জন বিদেশী ডলার ঢক্রের সদস্য।এরা হলেন –
মোঃ ওবাইদুর ফকির, মোঃ সিরাজ তালুকদার, মোঃ রওশন শেখ ও মোঃ রিপন খানকে প্রতারণার ৬০,০০০ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ টিম ।

গত১৭ জুলাই জনৈক মোঃ আমিনুল ইসলামকে ১,০০,০০০/- টাকার বিনিময়ে প্রতারক চক্র ২,০০০ আমেরিকান ডলার দিবে মর্মে কথা হয়। সেই মোতাবেক বাদি তাদেরকে নগদ ১,০০,০০০/- টাকা দিলে প্রতারক চক্র ডলার আছে বলে গামছা দিয়ে মুড়িয়ে একটা পোটলা দেয়।

কিছুদূর গেলে বাদি গামছা খুলে দেখেন সেখানে ডলারের পরিবর্তে পুরাতন পেপার মোড়ানো।
বাদির উক্তরূপ প্রতারিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে উল্লিখিত প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি পেশাদার ডলার প্রতারক চক্র।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর