24.5 C
Dhaka
Friday, October 3, 2025

“নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু”

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বপ্না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার কালিকাপুর আমহাটি রেলওয়ে ব্রিজের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম নওগাঁ জেলা সদরের কুমাইগাড়ী এলাকার রেজাউল ইসলামের স্ত্রী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম ও স্থানীয়রা জানান, এই নারী দীর্ঘ সময় ধরে কখনো রেল লাইনের ধারে আবার কখনো রেল লাইনের ওপরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিল কারো সাথে। এ সময় খুলনা থেকে চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস ট্রেন চলে আসলেও তিনি টের পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রেল লাইনের পাশে রেখে দেয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করেছে। তবে ওই মহিলা নাটোরের এই রেল লাইনেই বা কেন এসেছিলেন তা কেউ বলতে পারেনি ।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর