25 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুণ্ডে জামাত একক এমপি প্রার্থী গ্রেফতার

আরও পড়ুন

সীতাকুণ্ড প্রতিনিধি :::

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর আনোয়ার সিদ্দিক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফৌজদারহাটস্থ বাংলাবাজার এলাকায় একটি জানাজা নামাজ শেষে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সামিউর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। তার সাথে অবৈধ অস্ত্রধারী বডিগার্ড ৬জন পালিয়ে যায়। সে সব সময় অবৈধ অস্ত্রধারী ছাড়া চলাচল করে না।

গ্রেফতারকৃত আনোয়ার সিদ্দিক বর্তমানে দলের শুরা ও কর্ম পরিষদ সদস্য। তিনি ফৌজদারহাটস্থ আব্দুল্লাহঘাটার ইউনুস মিয়া চৌধুরী বাড়ির মৃত সিদ্দিক আহাম্মেদ এর পুত্র। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন,
২০১২-১৫ সালে সীতাকুণ্ড নাশকতা জ্বালাও পোড়ানো মাষ্টার মাইন্ড হচ্ছে আসামী আনোয়ার সিদ্দিক। সে বাংলাবাজার এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআই সামিউর রহমানকে নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। সে সীতাকুণ্ড মডেল থানার একাধিক মুলতবি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। থানার রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারার সর্বমোট ১৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও ধৃত আসামির বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় একাধিক মুলতবি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সে সারা সীতাকুণ্ড ব্যাপী আগামী সংসদ নির্বাচন প্রার্থী হিসেবে পোষ্টার ব্যানারে নির্বাচনী আগাম বার্তাসহ প্রচার প্রচারণ জোরে শোড়ে চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম জজকোর্ট জামাত শিবির বিএনপি কট্টরপন্থী আইনজীবিরা একাট্টা হয়ে ৪০/৫০টা আসামি জামিন করছে। এতে সরকারি পিপি ও এপিপি৷ অজ্ঞাত কারণে নিরবতা সীতাকুণ্ডবাসীর নিকট প্রশ্নবিদ্ধ।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর