24 C
Dhaka
Friday, October 3, 2025

পটিয়ায় রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর বৃক্ষরোপন কর্মসূচি

আরও পড়ুন

মহিউদ্দিন, পটিয়া প্রতিনিধি :::

জীবন রক্ষা, সম্পদ সৃষ্টি ও দারিদ্র বিমোচনে
অধিকহারে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরী

মানুষের জীবন রক্ষা, সম্পদ সৃষ্টি ও দারিদ্র বিমোচনে অধিকহারে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেছেন, কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন ত্যাগ করে বৃক্ষই আমাদের বাঁচিয়ে রাখতে সহায়তা করে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, এ আন্দোলনটি পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাবে, প্রাকৃতিক দুর্যোগ বাড়বে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এমতাবস্থায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করতে হবে।

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর উদ্যোগে ২৩ জুলাই, রবিবার, সকাল ১১টায়, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই), পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী। উদ্বোধন ঘোষণা করেন পটিয়া পৌরসভার মেয়র জননেতা আইয়ুব বাবুল। ক্লাবের প্রেসিডেন্ট নাসিমা আখতারের সভাপতিত্বে সূচনা বক্তব্যে ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গভর্নরস প্রায়োরিটি প্রজেক্টস্ অনুযায়ী চট্টগ্রামের পটিয়াতে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো।

ক্লাব সেক্রেটারী লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল আলম, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারী সাংবাদিক আব্দুল হাকিম রানা, পিটিআই-পটিয়ার সুপারিনটেনডেন্ট শামশুল আহসান, সহকারী সুপারিনটেনডেন্ট ছবি রানী নাথ, ইন্সট্রাক্টর (কৃষি) মো: আব্দুর রহিম, ক্লাব এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, পিপি রোটারিয়ান কামরুল ইসলাম, পিপি লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান মিজানুর রহমান প্রমুখ।

পরে নেতৃবৃন্দ বিপুল পরিমাণ বনজ ও ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

ক্যাপশান : রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে পটিয়া উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও ক্লাব নেতৃবৃন্দ।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর