26 C
Dhaka
Thursday, October 2, 2025

“নাটোরের বড়াইগ্রামে ওভারটেকিং করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- নিহত২,আহত-১০ জন”

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

নাটোরের বড়াইগ্রামে ওভারটেকিং করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার সহ ২ জন নিহত হয়েছে।এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসের হেলপার আনারুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

ওসি জাহিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছালে একটি বিপরীতমুখী গ্যাস ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলে বাসের হেলপারসহ দুইজনের মৃত্যু হয়। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ের থানার পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর