আল আমিন, নাটোর প্রতিনিধি :-
নাটোরের বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলো মৃত জাবেদ মোলার ছেলে আফজাল হোসেন মোল্লা (৬০)।
শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত ১১ টায় মাঝগাঁও এর হাদিস মোড় এলাকা থেকে আটক করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাষ্টার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আফজাল চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পিছনে পরিত্যক্ত টয়লেটের কাছে নিয়ে যায়। পরে জোরপূর্বক টয়লেটের ভিতরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় টয়লেটে বেড়ায় নড়াচড়া ও শব্দ হলে প্রতিবেশী একজন টের পেয়ে কাছে এলে সে দৌড়ে পালায়।
পরবর্তীতে শনিবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, শিশু কন্যাটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। শনিবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।শিশু কন্যাটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি