25 C
Dhaka
Thursday, October 2, 2025

বাঁশখালীতে দুই নারীর রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন

জোবাইর চৌধুরী , বাঁশখালী:::

বাঁশখালীর গন্ডামারা ও খানখানাবাদ ইউনিয়নে গত শুক্রবার রাতে পৃথক পৃথক সময়ে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় ওই দুই নারীর লাশ পুলিশ উদ্ধার করেছে। খানখানাবাদ সমুদ্রপাড়ে উদ্ধার প্রতিবন্ধী কাজমা খাতুন (৭৫) নামের বৃদ্ধের লাশ পুলিশকে অনাপত্তি দিলে পারিবারিকভাবে ময়নাতদন্ত ছাড়া দাফন হস্তান্তর করেছে।

অপরদিকে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামে বাপের বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো উদ্ধার শামীমুল জন্নাত(২০) নামের আরেক নারীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার পর পর সহকারী পুলিশ সুপার ( আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম ও ওসি মো. কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গন্ডামারার পশ্চিম বড়ঘোনা গ্রামে মোস্তাফিজুর রহমানের মেয়ে শামীমুল জন্নাতের সাথে ১ বছর ৩ মাস আগে সামাজিকভাবে গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা গ্রামের আবুল হোছনের ছেলে মোহাম্মদ ইকবালের সাথে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে অভাব অনটনের কারণে দুইজনের মধ্যে নানামুখি মারামারির ঘটনা ঘটেছিল। এর রেশ ধরে গত ২৮ জুন শামীমুল শ্বশুড় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। রাগে গত ২ জুলাই স্বামী মোহাম্মদ ইকবাল বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ডির্ভোস দেন। ডির্ভোস দেয়ার পর আবারো মোবাইলে যোগাযোগের মাধ্যমে সর্ম্পক স্থাপন হয়। গত ২১ জুলাই রাত ১১টায় শামীমুল জন্নাত মোবাইলে স্বামী মোহাম্মদ ইকবালকে বাপের বাড়ি নিয়ে আসে। শামীমুলের পারিবারিক সম্মতিতে মোহাম্মদ ইকবাল রাতের খাবার সেরে এক সাথে রাত্রিযাপনও করে। কিন্তু ভোরে পরিবারের লোকজন ওঠে দেখে গলায় একটি ওড়না প্যাঁচানো অবস্থায় শামীমুলের লাশ বিছানায়। স্বামী মোহাম্মদ ইকবাল উধাও। তবে ওখানে মোহাম্মদ ইকবালের মোবাইল, স্যান্ডেল ও শার্ট পড়ে রয়েছে। শামীমুলের পরিবার ঘটনা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

সহকারী পুলিশ সুপার ( আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম বলেন, খানখানাবাদ সাগরপাড়ে উদ্ধার প্রতিবন্ধী বৃদ্ধা কাজমা খাতুনের লাশ অনাপত্তি পেয়ে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। গন্ডামারার শামীমুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বামী-স্ত্রী’র মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালন্য চলছিল এবং ডির্ভোসের ঘটনাও ঘটে।

এইবাংলা /নাদিরা শিমু/NS

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর