25 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুন্ডে ১৯৯ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে  ১৯৯ বোতল ফেনসিডিল ও বিশ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (১৭ ই জুলাই) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সবুজ রংয়ের একটি পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য চট্টগ্রামে আনা হচ্ছিল।

র‌্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে র‌্যাবের সদস্যরা। এসময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা উক্ত পিকআপসহ আলতাফ হোসেন রায়হান (২০), মোঃ শাহাদাত হোসেনকে (১৭) গ্রেফতার করে৷

আলতাফ হোসেন জোরারগন্জের পূর্ব হিঙ্গুলীর বেলাল হোসেনের ছেলে।  শাহাদাত হোসেন (১৭), একই উপজেলার  মেহেদী গঞ্জের দিদার আলমের ছেলে।উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের  জিজ্ঞাসাবাদসহ গাড়ী তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১৯৯ বোতল ফেন্সিডিল এবং অপর ২টি প্লাস্টিকের বস্তার ভিতরে কালো পলিথিন দ্বারা মোড়ানো মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল এবং গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর