নিজস্ব প্রতিবেদক :-
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মাওলানা এমদাদুল্লাহ (৬০) এর মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস।
রোববার (১৬ জুলাই) সকাল পৌনে আটটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ডের কাজীর বাজারের কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় রোববার ভোরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এমদাদুল্লাহ। সেখানে গিয়ে নিখোঁজ হন তিনি।
খোঁজাখুঁজি করার পর না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, সকাল সাতটার দিকে কর্ণফুলী নদীতে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়।
ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি