24.5 C
Dhaka
Friday, October 3, 2025

শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ মায়ের বিরুদ্ধে

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক:::

দীর্ঘ দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে সন্তান জন্ম দিয়েছিলেন মা,দেখিয়েছিলেন পৃথিবীর আলো, পরম যত্নে লালন-পালন করেছিলেন দীর্ঘ ছয় মাস, স্বামীর সাথে অভিমান করে নিজ সন্তানকেই হত্যা করে জীবন কেড়ে নিলেন ।

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম এ ঘটনাটি ঘটে। ঝগড়ার পর স্বামীর ওপর রাগ করে জুনায়েদ হোসেন নামে ৬ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা নার্গিস বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন

আটক নার্গিস সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। রোববার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শিশুপুত্র জুনায়েদকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নার্গিস। পরে তিনি জুনায়েদের মরদেহ পুকুরে ফেলে দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী নার্গিসের ঝগড়া হতো। ঘটনার আগেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শাহাদাত বাড়ি থেকে কাজে চলে যায়। এর মধ্যেই স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে শিশুপুত্র জুনায়েদকে নার্গিস বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে চিৎকার দেন। স্থানীয়রা জুনায়েদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, শিশু জুনায়েদকে হত্যার অভিযোগকে তার মা নার্গিসকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর