25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

বাঁশখালীর চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় ২ সন্তানের মা’কে জবাই করে হত্যা

আরও পড়ুন

:: জুবাইর চৌধুরী, বাঁশখালী প্রতিনিধি ::: 

চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় ২ সন্তানের মা’কে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে এঘটনা ঘটেছে।

বাঁশখালীর বৈলছডি ইউনিয়নের চেচুরিয়া ঘোনা পাড়ার  রাশেদা বেগম আশা (৪৪) নামে এই গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  নিহত রাশেদা ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

সোমবার (১০ জুলাই) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে এঘটনায় নিহতের ২ ভাইসহ মেয়ে ও মেয়ের জামাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, রাশেদা বেগম নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মেয়ে, মেয়ের জামাই ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

নিহতের ভাসুরের ছেলে মো. নাছির উদ্দিন জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে হয়ত কারো সাথে বিরোধের জেরে হত্যা করা হয়েছে। আর আগের রাতে এ ঘটনা ঘটেছে। বাড়িতে তিনি একা ছিলেন। স্বামী চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।

- Advertisement -spot_img

সবশেষ খবর