Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) শিক্ষার্থীরা রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা...
Homeরাজনীতি১৬ বছরে একটা ট্রাক সরাতে পারোনি, ভয় দেখিয়ে লাভ নেই: ছাত্রশিবির

১৬ বছরে একটা ট্রাক সরাতে পারোনি, ভয় দেখিয়ে লাভ নেই: ছাত্রশিবির

নোয়াখালীতে মসজিদে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন ক্লাসে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে শিবির নেতারা বলেন, ১৬ বছরে একটা ট্রাক সরাতে পারোনি, কত ক্ষমতা দেখা আছে। ভয় দেখিয়ে লাভ নেই, ছাত্রশিবির মৃত্যুকে আলিঙ্গন করে।

মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি মনিচত্বর হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহা: শামীম উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ এবং রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ছাত্রদল ও বিএনপি সরাসরি কোরআনের ওপর হামলা চালিয়েছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর পরিণতি ভালো হবে না।’

তিনি আরো বলেন, ‘তারা এক জায়গায় হামলা করেছে। আমরা দেশের সকল উপশাখায় কোরআন ক্লাস করার ঘোষণা দিয়েছি। তোমরা একটা বন্ধ করবে, আমরা হাজারটা চালু করব ইনশাআল্লাহ। তোমরা আমাদের ওপর হামলা করে দুর্বল মনে করছ। যেই জনশক্তিদের রক্তাক্ত করেছ, আমরা যদি বলতাম যারা আঘাত করেছে, একটাকেও বের হতে দিবা না, তারা অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু আমরা বিশৃঙ্খলা চাইনি। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে, তারা আমাদের গ্রহণ করতে চায়।’

রাজশাহী মহানগরীর সভাপতি মোহা: শামীম উদ্দিন বলেন, ‘দুঃখের সাথে জানাতে হচ্ছে, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আমাদেরকে ছাত্রদলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে। এটা তো কথা ছিল না। ৫ আগস্টের পর ছাত্রলীগ থেকে ছাত্রদল। আগে চাঁদাবাজি করত ছাত্রলীগ, এখন করছে ছাত্রদল। টেম্পো স্ট্যান্ড, বাজার সব দখল করছে ছাত্রদল।’

বিএনপিকে হুঁশিয়ারি উচ্চারণ করে শামীম উদ্দীন বলেন, ‘সাবধান হয়ে যান। অন্য জায়গায় হাত দিয়েছেন। ছাত্রশিবিরকে চিনতে পারেননি। তোমরা মৌচাকে ঢিল মেরেছ, মৌমাছি উড়া শুরু হলে সামলাতে পারবে না। নব্য ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে, আওয়ামী লীগের মতো বিতাড়িত হয়ে যাবেন। ১৬ বছরে একটা ট্রাক সরাতে পারোনি, কত ক্ষমতা দেখা আছে।’

তিনি বলেন, ‘ছাত্রশিবির হযরত আবু বকর, হযরত ওমর (রা:)-এর উত্তরসূরি। ছাত্রশিবির মৃত্যুকে আলিঙ্গন করে। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই।’ এ সময় নোয়াখালীতে শিবিরের কোরআন ক্লাসে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক