বায়তুল আহমেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি :
বাজিতপুর (কিশোরগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’র ৩১ দফা এবং নারীর মর্যাদা, সুরক্ষা, অধিকার ও ক্ষমতায়নের উপর এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে।
[২০/১০/২৫ইং] রোজ [সোমবার] বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এহসানুল হুদা, যিনি বাংলাদেশ জাতীয় দল-এর চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক। তিনি তার বক্তব্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব এবং রাষ্ট্র মেরামত প্রক্রিয়া জনগণের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
তিনি বিশেষ করে নারীর মর্যাদা, সুরক্ষা, অধিকার ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এই বিষয়ে নেতাকর্মীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসেস আয়েশা হুদা। তাঁর সভাপতিত্বে সভায় আলোচ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তাহসিনা তাজিন হুদা, রোকসানা শারমিন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কাজল ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কায়সার মাহমুদ রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মঞ্জুরুল ইসলাম রোকন, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং রাষ্ট্রকাঠামো মেরামতের অঙ্গীকারের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। তাঁরা নারীর প্রতি সহিংসতা রোধ, সমাজে নারীর ন্যায্য স্থান নিশ্চিতকরণ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেন।
এই প্রশিক্ষণ কর্মশালা তৃণমূল পর্যায়ে বিএনপি’র রাজনীতি ও আদর্শকে আরও দৃঢ় করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাদেরকে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে এবং জনগণের কাছে দলের বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে।
এই বাংলা/এমএস
টপিক
