বাঁশখালী প্রতিনিধি :::::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে এলাকার আইজ্জিল্লাবাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ৭টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে আইজ্জিল্লাবাপের বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলা হল- শাহনুর, আলমগীর, আরফাতুল, শাহাব উদ্দীন, ফজল হক, শাহীন, সিয়াম ও আব্দুল গফুরের ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নুরুল বাশার বলেন, ‘আমরা সকালের দিকে খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় আগুন লাগার খবর পাই। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেলে আমরা যাত্রাপথ থেকে ফিরে আসি।’ এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজজামান চৌধুরী বলেন, আগুনে পুডে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলাকে প্রাথমিকভাবে সাহায্য করা হয়ে প্রশাসনের পক্ষ হতে। পরবর্তীতে আরো করা হবে বলে জানান তিনি।
এইবাংলা/সিপি