25 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটে ঈদের নামাজে নব নির্বাচিত মেয়র

আরও পড়ুন

::: সিলেট প্রতিনিধি :::

সিলেট নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজের আগে বয়ান  ও ইমামতি করেন সিলেট নগরীরর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

ঈদের এ জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাসহ লাখো মুসল্লিরা অংশ নেন ।

ঈদের নামাজ শেষে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান  চৌধুরী বলেন,  ‘ দেশে শান্তি ও পারস্পরিক  সম্প্রীতি বজায় রেখে ঈদ উদযাপন করার ঐতিহ্য রক্ষা করা হয়েছে এবারও। উন্নয়নের ধারা অব্যাহত রেখে যাতে বাংলাদেশ এগিয়ে যায় সেই দোয়া করেছি। ‘

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজারস্থ কালেক্টরেজামে মসজিদের ইমাম ও খতিব।

দরগাহে হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।

সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম। সিলেট জজ কোট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।

সিলেট রেজিস্ট্রারী মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।  নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । এই জামাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে । বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়।

এছাড়াও এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় ।

এদিকে,  ঈদের বিশেষ এ জামাতকে কেন্দ্র করে সিলেট নগরী ও নগরীর বাহিরে সিলেট বিভাগের ৪ জেলার সকল ঈদগাহ ও মসজিদ গুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে । সুষ্ঠুভাবে ঈদের জামাত ও ঈদের যাবতীয় আনুষ্ঠানিকতাসহ ঈদ উৎসব নির্বিঘে পালনে আইনশৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর