25 C
Dhaka
Thursday, October 2, 2025

তিন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে দুদক

আরও পড়ুন

::: তানভীর আহমেদ :::

অনিয়মের সাথে জড়িত থাকার কারণে তিন কর্মচারীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  রবিবার (২৫ শে জুন) সংস্থাটির চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সুত্রমতে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ( মানি লন্ডারিং) মোকাম্মেল হকের ব্যক্তিগত সহকারী গৌতম চক্রবর্তী, চট্টগ্রাম কার্যালয়ের গাড়ি ড্রাইভার শফিউল্লাহ, কনস্টেবল এমরান হোসেন দুর্নীতি দমন কমিশন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গাড়িচালক শফিউল্লাহ ও কনস্টেবল এমরান  চট্টগ্রামের ইপিজেড থানায় আটক হবার পর দুদকের জিম্মায় ছাড়া পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে চিঠিতে। দুর্নীতি দমন কমিশন চাকরিবিধি ২০০৮ এর ৩৯ (ছ) ৩৯ (ঘ) ধারা অনুযায়ী গাড়িচালক শফিউল্লাহ ও কনস্টেবল এমরানকে   চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে  নির্দেশ দেয়া হয় দুদকের চেয়ারম্যান মইনুদ্দিন আব্দুল্লা স্বাক্ষরিত চিঠিতে।

এরমধ্যে গৌতম চক্রবর্তীসহ চারজন ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় ঘুষের টাকাসহ। আতিকুজ্জামান নামের এক ব্যবসায়ীর কাছে ঘুষ দাবি করে আসছিলেন গৌতমসহ চক্রটি।

জানা যায় ১১ ই জুন চট্টগ্রামের ইপিজেড এলাকার বনৌজা নামের একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয়েছিলো চট্টগ্রামের  দুদকের  পরিচালক  মাহমুদ হাসানের ড্রাইভার শফিউল্লাহ ও কনস্টেবল এমরানকে।  তবে চট্টগ্রামের  ইপিজেড থানা শেষ পর্যন্ত ওই দুই কর্মচারীকে ছেড়ে দিয়েছিল।এক ব্যবসায়ীর নামে নিজেরাই দুদকে অভিযোগ জমা দিয়ে সেই ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত  টাকা নিতো দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের  কনস্টেবল এমরান হোসেন ও তার সহযোগীরা। গেল রবিবার রাতে চট্টগ্রামের বন্দর থানাধীন বনৌজা রেস্টুরেন্টে টাকা আনতে গেলে পুলিশের হাতে ধরা পড়েন এমরান ।তাকে ছাড়িয়ে নিতে আসেন দুদকের  পরিচালক  মাহমুদ হাসানের ড্রাইভার শফিউল্লাহ। বন্দর থানা থেকে দুর্নীতি দমন কমিশনে যোগাযোগ করা হলে উপ পরিচালক (  চট্টগ্রাম -১) নাজমুস সাদাত তাদের ছাড়িয়ে আনেন। ঘটনা জানাজানি হলে চট্টগ্রাম দুদক কার্যালয়ের দুই কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।

এই ঘটনার এক সপ্তাহ পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করার কথা জানানো হলো।

সুত্রমতে, দুটি ঘটনাযই গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কারণে তিন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করলো দুর্নীতি দমন কমিশন। বদলি করে লঘু দন্ড দেবার পর  রাজধানী ঢাকায় একই ধরনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হবার কারণে তিন কর্মচারীকে সাময়িক বহিষ্কার সিদ্ধান্ত জানালো দুর্নীতি দমন কমিশন।তবে তারা বেতন ভাতা সবকিছুই পাবেন সাময়িক বহিষ্কার অবস্থায়।

ঘুষের টাকাসহ ধরা পড়ার পরও তাদের সাময়িক বরখাস্ত করার বিষয়টি নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।  কারণ কোন প্রমাণিত অভিযোগ ছাড়াই দুদকের আলোচিত  উপ সহকারী পরিচালক শরিফ উদ্দিনকে ৫৪ ধারায় চাকরিচ্যুত করা হয়েছিল । বিষয়টি গড়াই আদালত পর্যন্ত।শরীফ তার মেয়াদকালে বিভিন্ন খাতে অনিয়মের খবর প্রকাশের জন্য আলোচিত হন। তিনি প্রায় সাড়ে ৩ বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। এ মামলার পরপর ২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে গত বছরের ১৬ ফেব্রুয়ারি দুদকের চাকরি বিধিমালা ৫৪ এর ২ ধারায় কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। সে সময় বিষয়টি নানা প্রশ্নের জন্ম দেয়।

এইবাংলা /হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর