::: কবির বিন হোসাইন খান, সিলেট :::
সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ‘ মধ্য প্রাচ্যে বসবাসরতপ্রায় এগারোশ প্রবাসী বাংলাদেশি দেশে এসেছেন নির্বাচনের জন্য। দিনরাত নির্বাচনী প্রচারণায় তারা সময় ব্যয় করেছেন। অনেকের সাথে নির্বাচনের আগে আমার দেখা করাও সম্ভব হয় নি। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদের ভালোবাসার ঋণে আমি আবদ্ধ হলাম।
বৃহস্পতিবার রাতে সিলেটের নুরজাহান হোটেল বলরুমে অনুষ্ঠিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘ প্রবাসে থাকলেও তাদের মন প্রাণ পড়ে থাকে দেশে। সবাই নিজেদের পরিজন রেখে নির্বাচন উপলক্ষে দেশে এসেছেন। দেশের আত্নীয় স্বজনকে নিয়ে ভোট উৎসবে অংশ নিয়েছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক হয়ে কাজ করার কারণে মেয়র হিসেবে আমি জয়ী হয়েছি। ‘
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, জীর্ণশীর্ণ রাস্তাঘাট, জলযট আর বিরুপ আবহাওয়ার কারণে অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে আপনাদের। তারপরও লক্ষ্যচ্যুত হন নি কেউ। এভাবেই জনগণের ভোট নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেটের ‘মেয়র ‘ পদ উপহার দিয়েছেন। আধ্যাত্মিক এই সিলেটের মানুষের সেবা করেই আমি আপনাদের ভালোবাসার ঋন পরিশোধ করবো। ‘
তিনি বলেন, সিলেটের সমস্যা সমাধান করতে পারলেই আমার সার্থকতা। প্রবাসীদের সম্পদ যারা কুক্ষিগত করেছেন তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। প্রবাসীদের বেদখল হওয়া সম্পদ তাদের ফেরত দেয়া আমি আমার ঈমানী দায়িত্ব বলে মনে করি। দখলবাজদের সংখ্যা বেশি নয়। অচিরেই আপনারা আমার ওযাদার বাস্তবায়ন দেখবেন। ‘
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ‘গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুই মাসের বেশি সময় গণমাধ্যম কর্মীরা আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি তাদের প্রতি আমার ও দলের কৃতজ্ঞতা জানাচ্ছি। ‘
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, সহ সভাপতি মাহববুর রহমান, সহ সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, দপ্তর সম্পাদক আহসাবুর রহমান জীবন, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, জুবের আহমেদ সেলিম, শাহ মিনার আলী, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেন, সাধারণ সম্পাদক নিহাল আহমেদ সজিবসহ অন্যান্যরা।
এসময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আসা ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে, কেক কেটে তাদের প্রাণপ্রিয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করে নেন প্রবাসীরা৷