:::নিজস্ব প্রতিবেদক:::
চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের অভিযানে অবৈধ ব্যাটারি চালিত অটো-রিক্সা ও সিএনজি জব্দ করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে কুমিরা হাইওয়ে থানার এসি শাহাদাত হোসেনের নেতৃত্বে স্বঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ ভাবে চলাচলের সময় সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সহ দুইটি স্থানে অভিযান পরিচালনা করে ১৫টি ব্যাটারি চালিত অটো-রিক্সা ও সিএনজি জব্দ করেন। এ ব্যাপারে কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ ভাবে চলাচলের সময় ব্যাটারি চালিত অটো রিক্সা ও সিএনজি জব্দ করে মামলা দায়ের করা হয়েছে। অটো-রিক্সা ও সিএনজির চালকগণ এক জন আরেক জনের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে পাহারা দিয়ে মহাসড়কে চুরি করে গাড়ি চলায়। যার কারণে আমাদেরকে সরকারী গাড়ি ছাড়া মাইক্রো বাস ব্যবহার করে সাধারণ মানুষের মত ছদ্মবেশে এসব অভিযান পরিচালনা করতে হয়। নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে চালকগণ। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।