ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরশীপ নিয়ে আজ জাতীয় ক্রীড়া পরিষদে শুনানি ছিল। দুই ক্লাবের প্রতিনিধি ও ফেডারেশন উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে নির্বাচন কমিশনের কাছে। উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে নির্বাচন কমিশন আজকের শুনানি মূলতবি করে আবার শুনানি আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।
পরবর্তী শুনানির দিনক্ষণ অবশ্য ঠিক হয়নি। কাউন্সিলর বঞ্চিত পক্ষ চাইছে পরবর্তী শুনানি ঈদের ছুটির পরে হোক। অন্য পক্ষের চাওয়া জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত চূড়ান্ত ফলাফল ঘোষণা করে প্রজ্ঞাপন জারির। বিশ্বস্ত সূত্রের খবর, জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন জারি না করলে আরেক পক্ষ কোর্টের দ্বারস্থ হতে পারে।