::: আল আমিন,নাটোর প্রতিনিধি :::
নাটোরের বাগাতিপাড়ার লোকামানপুর এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।নিহতরা হলেন বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়াগ্রামের মৃত তছলিমের ছেলে মফিজুর রহমান (৬০) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৫০)।
আজ দুপুর ২.৩০ সময় লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন দোডাঙ্গি রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্ত:নগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
নিহতরা মাড়িয়া গ্রাম থেকে মোটর সাইকেলে করে জামনগর যাচ্ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সফিউল আযম খান ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর আড়াইটার দিকে মফিজুর রহমান শশুরালয় মাড়িয়া গ্রাম থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে নিজ বাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে ফিরছিলেন।
পথে লোকমানপুর রেল স্টেশন এলাকার অদুরে দোডাঙ্গি রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল ছিটকেপরে দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করার পর তারা ঘটনাস্থলে রওনা হয়েছে।
এইবাংলা /হিমেল